2025 ইং সালের উদ্বোধনী ক্লাস পহেলা জানুয়ারী 2025 ইং রোজ বুধবার ।
Date : 23 - Dec - 2024
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ,আসসালাতু আসসালামু আলাইকা রাসুলিহিল কারিম (সাঃ)। আসসালামু আলাইকুম, আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়া বরকতে আমাদের প্রানপ্রিয় প্রতিষ্ঠান মারকাযুল উলুম আল-ইসলামিয়া ৩য় বর্ষে পদার্পন করতে যাচ্ছে । আমাদের পক্ষ থেকে সকলের জন্য প্রানভরে দোয়া করছি । আল্লাহ যেন আমাদের সকলকে কল্যান দান করেন। সেই সাথে আনন্দের সাথে জানাচ্ছিযে আমাদের ২০২৫ ইং সালের উদ্বোধনী ক্লাস পহেলা জানুয়ারী ২০২৫ ইং রোজ বুধবার অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ । উক্ত দিন সকল ছাত্র/ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশ প্রদান করা হল । সেই সাথে সকলের কাছে খাস দোয়া কামনা করছি । আমিন । মারকাযুল উলূম আল-ইসলামিয়া ।